রানির কবরে গুপ্তধনের সন্ধান! রাশি রাশি সোনা, মুক্ত, হিরেয় ঠাসা কফিন। সম্পত্তির যেন শেষ নেই। প্রায় ৫০০ বছরের প্রাচীন ওই কবরস্থানের রহস্য ভেদ হতে অবাক বিশ্ব।
এত খাজানা বছরের বছর ছিল ওই কবরে! কেউ সন্ধানও পায়নি। প্রত্নতাত্ত্বিকদের মতে, ইনি কোনও সাধারণ রানি ছিলেন না। সবাই বলছেন, এ কবর 'সুপারওম্যান'-এর।
চিনের নানজিং এলাকায় সুপ্রাচীন কবরস্থানটি প্রথমবার খনন করা হয় ২০০৮-এ। রানির কবরটি খুলতেই চোখ কপালে উঠে যায় প্রত্নতাত্ত্বিকদের। সোনা, হিরে, মুক্ত, দামি রত্নে ঠাসা।
চিনা ইতিহাসবিদরা জা
াসবিদরা জানাচ্ছেন, ওই কবর মিং সাম্রাজ্যের আমলের। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে চিনে শাসন করত মিং শাসকরা।
মিং বংশের রানি মেই-এর মৃত্যু হয় ১৪৭৪ সালে ৪৫ বছর বয়সে। সেই সময় রানি মেই চিনাদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। নাবালক যুবরাজের পরামর্শদাতা ছিলেন।
বকলমে মেই-এর হাতেই ছিল শাসনভার। মেই-এর মৃতদেহের সঙ্গেই ওই বিপুল সম্পত্তি দেওয়া হয়। কী কী পাওয়া গিয়েছে রানি কফিনে?
প্রচুর সোনার ব্রেসলেট, বহুমূল্য রত্নখচিত গয়না, হিরেখচিত সোনার সুগন্ধি রাখার বাক্স ও চুল বাঁধার সোনার কাঁটা।
এছাড়াও রয়েছে অসংখ্যা দামি পাথর। এই বিপুল সম্পত্তি দেখেই বোঝা যাচ্ছে, রানি মেই ছিলেন তখন চিনের সবচেয়ে ক্ষমতাশালী শাসক। [ভিডিও নীচে]
0 comments:
Post a Comment