প্রতিবছরের মতো এবছরও বিশ্বের সেরা ধনী ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। সেখানে উপমহাদেশের স্থান পেয়েছন একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসাবে স্থান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ক্রিকেটবিশ্বে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ফোর্বসের প্রথম ১০০ জন সেরা ধনী খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। আগের বারের মতো এবছরও মার্কিন বক্সার ফ্লোয়েড মেওয়েদার শীর্ষস্থান ধরে রেখেছেন। একবছরে তাঁর আয় ৩০০ মিলিয়ন ডলার।
দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক সেরা বক্সার ম্যানি প্যাকিয়াও। তাঁর একবছরের আয় ১৬০ মিলিয়ন ডলার। ভারতের মহেন্দ্র সিং ধোনি এবছর ফোর্বসের তালিকায় ২৩ তম স্থানে রয়েছেন। এবছর তাঁর আয় ৩১ মিলিয়ন ডলার। গতবছর যদিও তিনি ছিলেন ২২ তম স্থানে। ধনী খেলোয়ারদের মধ্যে ফুটবলারদের আয় বেশি। যার মধ্যে রয়েছে রোনালদো আর মেসি। ফোর
্বসের প্রথম ৩০ জনের তালিকায় কারা রয়েছেন তা দেখা যাক।
১.ফ্লোয়েড মেওয়েদার (বক্সিং) বছরে আয় ৩০০ মিলিয়ন ডলার। আগের বারের মতোই এবারও তিনিই শীর্ষে রয়েছেন।
২.ম্যানি প্যাকিয়াও (বক্সিং) ম্যানির বার্ষিক আয় ১৬০ মিলিয়ন ডলার।
৩.ক্রিশ্চিয়ানো রোনাল্দো (ফুটবল) সিআর সেভেনের বছরে আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৯.৬ মিলিয়ন ডলারে। ফুটবল বিশ্বে তিনিই সবার উপরে রয়েছেন।
৪.লিওনেল মেসি (ফুটবল) রোনাল্দোর ঠিক পরেই রয়েছেন আর এক বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তাঁর বার্ষিক আয় ৭৩.৮ মিলিয়ন ডলার।
৫.রজার ফেডেরার (টেনিস) টেনিস বিশ্বে আয়ের বিচারে এই ৩৪ বছর বয়সেও রজারই সেরা। তাঁর বার্ষিক আয় ৬৭ মিলিয়ন ডলার।
৬.লেব্রন জেমস (বাস্কেটবল) বাস্কেটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় লেব্রন জেমসের বার্ষিক আয় ৬৪.৮ মিলিয়ন ডলার।
৭.কেভিন দ্যুঁর (বাস্কেটবল) কেভিনও বাস্কেটবল জগতে যথেষ্ট নামজাদা। তাঁর বছরে আয় গিয়ে দাঁড়ায় ৫৪.১ মিলিয়ন ডলারে।
৮.ফিল মাইকেলসন (গলফ) গলফ সম্রাট টাইগার উডসকে পিছনে ফেলে এগিয়ে ফিল। তাঁর বার্ষিক আয় ৫০.৮ মিলিয়ন ডলার।
৯.টাইগার উডস (গলফ) কেরিয়ারের পড়ন্ত সময়েও এখনও প্রথম দশে রয়েছেন টাইগার। নবম স্থানে থেকেছেন বছরে ৫০.৬ মিলিয়ন ডলার আয় করে।
১০.কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল) আর এক নামজাদা খেলোয়াড় কোবে প্রথম দশে রয়েছেন। তাঁর বছরে আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৯.৫ মিলিয়ন ডলারে।
১১.বেন রোথলিসবার্গার (ফুটবল) আমেরিকান ফুটবলের অন্যতম সেরা মুখ বেন বছরে রোজগার করেন ৪৮.৯ মিলিয়ন ডলার।
১২.রোরি ম্যাকিলরয় (গলফ) গলফ দুনিয়ার আর এক পরিচিত মুখ ম্যাকিলরয়ের বার্ষিক আয় ৪৮.৩ মিলিয়ন ডলার।
১৩.নোভাক জকোভিচ (টেনিস) বিশ্ব টেনিসের এই মুহূর্তের সেরা খেলোয়াড় জোকার রয়েছেন ১৩ তম স্থানে। তিনি বছরে রোজগার করেন ৪৮.২ মিলিয়ন ডলার।
১৪.জ্লাটান ইব্রাহিমোভিচ (ফুটবল) ইব্রার বছরে আয় গিয়ে দাঁড়িয়েছে বছরে ৩৯.১ মিলিয়ন ডলারে।
১৫.লুইস হ্যামিলটন (ফর্মুলা ওয়ান) ইব্রার ঠিক পিছনেই রয়েছেন লুইস। তাঁর বার্ষিক আয় ৩৯ মিলিয়ন ডলার।
দামুকং সুহ (ফুটবল) আমেরিকান ফুটবলের আর এক জনপ্রিয় খেলোয়াড় দামুকং সুহ-এর বছরে আয় ৩৮.৬ মিলিয়ন ডলার।
১৬.ফের্নান্দো আলোন্সো (ফর্মুলা ওয়ান) আলোন্সো রেসিং বিশ্বে অত্যন্ত পরিচিত মুখ। বছরে তিনি রোজগার করেন ৩৫.৫ মিলিয়ন ডলার।
১৭.গ্যারেথ বেল (ফুটবল) রিয়াল মাদ্রিদের এই স্টার খেলোয়াড় বছরে রোজগার করেন ৩৫ মিলিয়ন ডলার।
১৮.জন লেস্টার (বেসবল) বেসবলের অন্যতম সেরা খেলোয়াড় জন লেস্টারের বার্ষিক আয় ৩৪.১ মিলিয়ন ডলার।
১৯.ডেরিক রোজ (বাস্কেটবল) বাস্কেটবলের আর এক জনপ্রিয় মুখ ডেরিকের বছরের আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৩.৯ মিলিয়ন ডলারে।
২০.সেবাস্তিয়ান ভেটেল (ফর্মুলা ওয়ান) বিশ্বসেরা এই ফর্মুলা ওয়ান রেসার বছরের রোজগার করেন ৩৩ মিলিয়ন ডলার।
২১.রাফায়েল নাদাল (টেনিস) রাফার আয় বছরে ৩২.৫ মিলিয়ন ডলার।
২২.মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট) ক্রিকেট বিশ্বের একমাত্র তারকা যিনি ফোর্বসের সেরা ১০০ জনের তালিকায় প্রথম ৩০ জনে স্থান পেয়েছেন। মাহির বার্ষিক আয় গিয়ে দাঁড়িয়েছে ৩১ মিলিয়ন ডলারে।
২৩.নেইমার (ফুটবল) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও ধোনির মতোই ৩১ মিলিয়ন ডলার বছরে রোজগার করেন।
২৪.কারমেলো অ্যান্থনি (বাস্কেটবল) এই বাস্কেটবল খেলোয়াড়ের বছরে রোজগার ৩০.৫ মিলিয়ন ডলার।
২৫.মারিয়া শারাপোভা (টেনিস) এখনও মহিলাদের টেনিসে মাশাই সেরা বিজ্ঞাপন। বছরে তাঁর আয় ২৯.৭ মিলিয়ন ডলার।
২৬.কারসন পালমার (ফুটবল) আমেরিকান ফুটবলের অন্যতম সেরা ফুটবলার কারসন পালমারের এক বছরের আয় ২৯ মিলিয়ন ডলার।
২৭.হামেস রদরিগেস (ফুটবল) কলম্বিয়ান ফুটবলের সেরা বিজ্ঞাপন হামেস রদরিগেস গতবছর বিশ্বকাপ মাতিয়েছিলেন। এরপর তিনি সই করেন রিয়াল মাদ্রিদে। তাঁর বার্ষিক আয় ২৯ মিলিয়ন ডলার।
২৮.জে জে ওয়াট (ফুটবল) আমেরিকান ফুটবলের আর এক তারকা ওয়াটের বছরের আয় ২৭.৯ মিলিয়ন ডলার।
২৯.রবিনসন কানো (বেসবল) মার্কিন বেসবল খেলোয়াড় রবিনসনের বার্ষিক আয় ২৭.৬ মিলিয়ন ডলার।
0 comments:
Post a Comment