বাংলাদেশের হাতে পাকিস্তানের হোয়াইটওয়াশের প্রতিক্রিয়ায় তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হারাটা অবিশ্বাস্য। আজ পাকিস্তান, জিম্বাবুয়ে ও বাংলাদেশ একই কাতারে চলে এসেছে।
এ সময় তিনি পিসিবিতে পরিবর্তনের ইচ্ছাকে সমর্থন জানিয়ে বলেন, খুরশিদ শাহ পিসিবিতে যে পরিবর্তনের কথ
বর্তনের কথা জানিয়েছেন আমি এর সমর্থন করি।
যদি যোগ্যতার ওপর লোকদের নিয়োগ দেয়া না হয় তাহলে ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তারই হওয়া উচিত যে ক্রিকেট সম্পর্কে ধারণা রাখে।
ওয়ানডে সিরিজ ম্যাচে টাইগারদের কাছে পাকিস্তানের পরপর দুটি ম্যাচেই পরাজয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইমরান খান। গতকাল বাংলাওয়াশের পর সময়ের এ ব্যস্ত রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমরান খান গণমাধ্যমকে বলেন, একটা সময় ছিল যখন ভারত পাকিস্তানের চেয়ে দুর্বল ছিল।
ভারত নিজেদের সংস্কার করে এগিয়ে গেছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হারাটা অবিশ্বাস্য। পাকিস্তান জিম্বাবুয়ে ও বাংলাদেশ আজ সমান সমান দলে পরিণত হয়েছে।
0 comments:
Post a Comment