WHAT'S NEW?
Loading...

উগ্রহিন্দুদের টারগেট যখন আমির খান

 


ভারতে মুসলিম অভিনেতা ও নিমাতা বিভিন্ন সময় উগ্রহিন্দুত্ববাদীদের আক্রমনের শিকার হয়েছেন। শাবানা আজমির মতো অভিনেত্রী দু:খ করে বলেছেন শুধু মুসলমান হওয়ার কারনে মুম্বাইয়ের অভিজাত এলাকায় তিনি ফ্লাট কিনতে পারেন নি।


এবার আমির খান উগ্র হিন্দুদের টারগেটে পরিনত হয়েছেন। আমির খান অভিনীত বলিউডের সর্বশেষ ব্লকবাস্টার ‘পিক

ে’ কট্টর হিন্দুদের রোষানলে পড়েছে।



মুক্তি পাওয়ার পর সিনেমার সমালোচক-দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ালেও, প্রায় সাথে সাথেই হিন্দুত্ব-বাদীরা অভিযোগ তুলেছে এই ছবির বক্তব্য হিন্দু-বিরোধী।



হিন্দুত্ব-বাদী কোনো সংগঠন সরাসরি সামনে না এলেও, ট্যুইটারসহ ইন্টারনেটের সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আক্রমণ।
অনেক হিন্দু অভিযোগ করছে ছবির একটি সংলাপে হিন্দুদের ছোট করে দেখানো হয়েছে।



হিন্দি সংলাপটি হলো... যো ডর গ্যায়া, সো মন্দির গ্যায়া... অর্থাৎ যে ভয় পায়, সে মন্দিরে যায়।
তাদের অভিযোগ এই সংলাপে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।



এছাড়া, চলচ্চিত্রে একজন হিন্দু সাংবাদিকের সাথে একজন পাকিস্তানি মুসলিমের রোমান্সের ঘটনাকে সমালোচনা করা হচ্ছে।
অনেকে লিখছেন এতে উগ্র হিন্দুবাদীদের আবিস্কার তথাকথিত ‘লাভ জিহাদ’কে সমর্থন করা হয়েছে।



তবে প্রায় সাথে

সাথেই ট্যুইটারে চলচ্চিত্রটির পক্ষে শুরু হয়েছে পাল্টা প্রচারণা।
মুক্তি পাওয়ার পরদিনই আমির খানের এই ছবিটি ২৫ কোটি রুপি ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, পিকে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হবে।



শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও ভুগছে পিকে জ্বরে। ভারতের বাজারে প্রথম সপ্তাহা ৯৫.২১ কোটির ব্যবসার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.৪৬ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায় যাত্রা শুরু করল পিকে।



গার্ডিয়ান ডট কম ইউকে-তে প্রকাশিত খবর অনুযায়ী, এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে দশম স্থানে ছিল পিকে। পিকের পর সেরা ওপেনার তালিকায় এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে তার ধুম থ্রি সিনেমাটি।



প্রথম সপ্তাহা ধুম থ্রির ঝুলিতে এসেছিল ৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।
আমির প্রতি ছবি দিয়েই আগের ছবির রেকর্ড ভাঙার রেকর্ড এরমধ্যেই গড়ে ফেলেছেন। গজনিতে ১০০ কোটি, থ্রি ইডিয়টে ২০০ কোটি ও ধুম থ্রি ছবিতে ২৮২ কোটির বেঞ্চমার্ক তৈরি করেছেন তিনি।




১৯ ডিসেম্বর মুক্তি পেয়ে এখনো পর্যন্ত সারা বিশ্বে পিকের ঝুলিতে এসেছে ২২.১৩ মিলিয়ন মার্কিন ডলার।

বড় দিনের ছুটিতে ব্যবসার লক্ষ্যে সারা বিশ্বের মোট সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত আমির খান, অনুশকা শর্মা অভিনীত পিকে।



 

0 comments:

Post a Comment