ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ প্রধান (আইজিপি অপারেশনস) জিএইচপি রাজু বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ে পাওয়া যাওয়ার ব্যাপারে বলেছেন, “তিনি কিভাবে শিলংয়ে এলেন আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, একজন সাবেক মন্ত্রী। স্বাভাবিক পরিস্থিতিতে তিনি অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার পর্যায়ের লোক নন।”
জিএইচপি রাজু এ কথাগুলো বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সাথে। পত্রিকাটি তাদের ওয়েবসাইটে আজ ১৪ মে “Ailing BNP leader not produced in court” শিরোনামের একটি খবরে তার এ বক্তব্য উদ্ধৃত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরো জানানো হয়, সালাহ উদ্দিনের কিডনিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তার চিকিৎসক ডাক্তার ডি জে গোস্বামী বলেন, কিডনি এবং হৃদরোগের সমস্যায় ভূগছেন। আমরা র
েন। আমরা রোগীর কয়েকটি পরীক্ষা করেছি। আমার মনে হচ্ছে কিডনিতে পাথরের ব্যাপারটি দেখতে একজন সার্জনের পরামর্শ নিতে হবে।
চিকিৎসা চলার কারণে বুধবার সালাহ উদ্দিনকে আদালতে উঠানো হয়নি বলে পূর্ব খাসি হিলস জেলার এসপি এম খার্করেংগ বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরই তাকে আদালতে হাজির করবো।
এদিকে বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাবেক এই মন্ত্রীকে খুঁজে পাওয়ার ব্যাপারে গতকাল বুধবার বলেছিলেন, সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহমেদের কথোপকথনের মাধ্যমে এটা পরিষ্কার যে, বিএনপির এই নেতাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি।
0 comments:
Post a Comment