WHAT'S NEW?
Loading...

সমুদ্রের নীচে বসবাস

 


একেই হয়তো বলে জলজ-বাড়ি! বেশ কিছু তিন ডেকের ভাসমান ভিলা বানাতে চলেছে একটি কোম্পানি, যেখানে বেডরুমটা থাকবে পানির নিচে।


শুনলে হয়তো জেমস বন্ডের চলচ্চিত্রের কথা মনে পড়বে। কিন্তু বিষয়টা আর কল্পনাতে থাকছে না। বিলাসবহুল এই জলমগ্ন প্রথম বাড়িটি তৈরি হতে চলেছে দুবাইয়ে।


বিলাসবহুল এই ভিলার নাম 'ভাসমান সি-হর্স'। টেকনিক্যালি নৌকাও বলতে পারেন একে। তিনটা রাজসিক লেভেল থাকবে এতে। একটা লেভেল থাকবে পুরোপুরি পানির নিচে।


যেহেতু কার্যত এটি একটি জলযান, তাই চাইলে এটি স্থানান্তরিতও করা যাবে। যে সব সেলিব্রেটিরা বা অতিমাত্রায় ধনী ব্যক্তিরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে তৎপর, তাদের জন্য অতি আদর্শ আবাস হবে এটি।


nt-size: 14pt;">৪২টি এ ধরণের ভিলা তৈরির জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে ক্লেইনডিয়েন্সট গ্রুপ। আরব উপসাগরে এ সব ভিলার প্রত্যেকটিরই আলাদা প্লট থাকবে। ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রজেক্টের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে ভিলাগুলো।


 



 


পানির নিচে কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরীরও পরিকল্পনা করছে ডেভেলপাররা। প্রকল্পের নাম- 'বিপন্ন সি-হর্স'-এর সাথে সামঞ্জস্য রাখতেই এই প্রাচীর গড়া হচ্ছে। আর এর কারণে ভিলার বাসিন্দারা সমুদ্রতলের অবিশ্বাস্য সুন্দর প্রকৃতিও দেখতে পারবেন।


মার্চে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক নৌযান প্রদর্শনীর সময় আইডিয়াটা মাথায় আসে ডেভেলপারদের। আর সেটার বাস্তবায়নের ঘোষণা আসলো সোমবার।


ঘোষণার পর থেকেই সৌদি আরব, কাতার, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সুইডেন, পর্তুগাল এবং আরও কিছু দেশ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।


ভাসমান ভিলাতে থাকছে তিনটি ডেক। মাস্টার বেডরুম আর বাথরুম পুরোটাই থাকবে পানির নিচে। চারপাশের সামুদ্রিক নৈসর্গ দেখতে দেখতে বিশ্রাম করতে পারবেন এর বাসিন্দারা।


মাঝের সমুদ্রতল বরাবর দ্বিতীয় ডেকে থাকছে অন্যান্য থাকার ঘর, কিচেন এবং ডাইনিং। আর উপরের ডেকে থাকবে মিনি-বার এবং কাঁচের তলবিশিষ্ট জাকুজ্জি। জাকুজ্জি হলো খানিকটা বড় ধরণের বাথটাব। এর তলাটা হবে কাঁচের তৈরি।


প্রথম ভিলাটির নির্মাণ ২০১৬ সালের শেষ নাগাদ শেষ হবে বলে জানিয়েছে ক্লেইনডেইন্সট গ্রুপের সিইও জোসেফ ক্লেইনডেইন্সট।


জুলফিকার হায়দার


>


 

0 comments:

Post a Comment