একেই হয়তো বলে জলজ-বাড়ি! বেশ কিছু তিন ডেকের ভাসমান ভিলা বানাতে চলেছে একটি কোম্পানি, যেখানে বেডরুমটা থাকবে পানির নিচে।
শুনলে হয়তো জেমস বন্ডের চলচ্চিত্রের কথা মনে পড়বে। কিন্তু বিষয়টা আর কল্পনাতে থাকছে না। বিলাসবহুল এই জলমগ্ন প্রথম বাড়িটি তৈরি হতে চলেছে দুবাইয়ে।
বিলাসবহুল এই ভিলার নাম 'ভাসমান সি-হর্স'। টেকনিক্যালি নৌকাও বলতে পারেন একে। তিনটা রাজসিক লেভেল থাকবে এতে। একটা লেভেল থাকবে পুরোপুরি পানির নিচে।
যেহেতু কার্যত এটি একটি জলযান, তাই চাইলে এটি স্থানান্তরিতও করা যাবে। যে সব সেলিব্রেটিরা বা অতিমাত্রায় ধনী ব্যক্তিরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে তৎপর, তাদের জন্য অতি আদর্শ আবাস হবে এটি।
0 comments:
Post a Comment