WHAT'S NEW?
Loading...

সুয়াদিনকে ওমরাহ পালনে অনুমতি দেয়নি সৌদিআরব

 



কুয়েতের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ ধর্মপ্রচারক তারিক সুয়াদিনকে ওমরাহ পালনের জন্য মক্কা যাওয়ার অনুমতি দেয়নি সৌদি আরব সরকার। সুয়াদিন এক টুইটার বার্তায় এই তথ্য জানান।


টুইটারে সুয়াদিন লিখেন মিশরে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুন্থানের বিরুদ্ধে আমার অবস্থানের কারনে সৌদি আরবে আমি যেতে বাধা দেয়া হচ্ছে। সৌদি আরব ও দেশটির জনগনের প্রতি আমার যে ভালোবাসা তা অবিচ্ছেদ্য।


এই ভালোবাসা কখনো নিষিদ্ধ করা যাবে না।



সুয়াদিন মিশরে মুরসি সরকারকে উৎখাতে আরব দেশগুলোর কঠোর সমালোচক। মুরসিকে উৎখাতের পর তিনি জানান যে তিনি নিজেও একজন মুসলিম ব্রাদারহুডের সদস্য। এই ঘোষনার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়। সুয়াদিন আল রেসালাহ টেলিভিশন

হ টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় উপস্থাপক ছিলেন।


এই চ্যানেলের মালিক ধন্যাঢ্য সৌদি প্রিন্স ও মিডিয়া টাইকুন আল ওয়ালিদ বিন তালাল। গত বছরের আগস্টে সুয়াদিনকে আল রেসালাহ টেলিভিশন চ্যানেল থেকে সুয়াদিনকে অব্যাহতি দিয়ে লেখা চিঠিতে প্রিন্স তালাল লিখেন মুসলিম ব্রাদারহুডের কোনো সদস্যকে এই চ্যানেলে স্থান দেয়া হবে না।
ওমরাহ পালনে সৌদি আরব যেতে বাধা পাওয়ার টুইটারে সুয়াদিন লিখেন আমি জানি সৌদি আরবের জনগন অসম্ভব অতিথিপরায়ন। আমাকে সৌদি জনগনের আতিথেয়তা থেকে বঞ্চিত করা হলো। অবশ্যই একদিন আমার সাথে সৌদি জনগনের দেখা হবে।


 

0 comments:

Post a Comment