একজনের অভিষেক ম্যাচ। আরেকজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুস্তাফিজুর রহমান আর মহেন্দ্র সিং ধোনির অনেক ব্যবধান। সেই দুজনের সংঘর্ষ ছিল আলোচনার কেন্দ্রে। প্রথম ম্যাচে উইকেটের মাঝখানে চলে আসা মুস্তাফিজকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ায় ভারত অধিনায়কের সমালোচনা কম হয়নি। সেই সংঘর্ষের জের চলছে রোববারের দ্বিতীয় ওয়ানডেতেও। এবার পাল্টা আঘাত করেছেন মুস্তাফিজ। কনুই বা কোমর দিয়ে নয়, দুর্দান্ত এক ডেভিভারিতে মুস্তাফিজ জোর ‘ধাক্কা’ দিয়েছেন ধোনিকে।
বাঁ-হাতি পেসারের কাটার বুঝতে না পেরে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন ধোনি। সহজ ক্যাচটা তালুবন্দি করতে ভুল হয়নি সৌম্য সরকারের।
ফিরে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সৌম্য সরকারের (ডানে) সঙ্গে আনন্দে মাতোয়ারা মুস্তাফিজুর রহমান। ছবি
0 comments:
Post a Comment