আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২১ বছর হলো। এখনো তার পায়ের কারুকাজে মুগ্ধ হয় মানুষ। বলছি ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার কথা।
ম্যারাডোনার দুই কন্যার ভেতর একজনের বিয়ে হয়েছে বর্তমান আর্জেন্টিনা দলের অন্যতম সেরা স্ট্রাইকার সার্জিও এগুয়েরোর সাথে।
তাদের কোল জুড়ে এসেছে এক ছেলে সন্তান। নাম বেঞ্জামিন এগুয়েরো। তাই নাতিকে নিয়ে ভালো সময়ই পার করছেন নানা ডিয়েগো ম্যারাডোনা।
নাতিকে ছোট সময় থেকেই ফুটবলে পারদর্শী করে গড়ে তুলছেন ম্যারাডোনা। তাইতো নিজেই নাতি বেঞ্জামিন এগুয়েরোর সাথে খেলছেন ফুটবল। ফুটবল খেলার এক পর্যায়ে বেঞ্জামিনকে ফাউল ও করেন ম্যারাডোনা।
প্রিয়.কম
0 comments:
Post a Comment