নেপোলিয়ন বোনাপার্টের ছেলের এক জোড়া পিস্তল আগামী জুলাই মাসে লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে। সাদাবির এই নিলামে এই জোড়া পিস্তল প্রায় দুই মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পিস্তল দুটো ১৮১৪ সালের।
সাদাবি বলছে, ফরাসী সম্রাট নেপোলিয়ন এই জোড়া পিস্তল তার তৎকালীন তিন বছর বয়সী ছেলেকে উপহার হিসেবে দিয়েছিলেন।
এটাই ছিলো সন্তানকে দেওয়া তার শেষ উপহার।
পিস্তলটিতে সোনার কাজ করা। এবং তার গায়ে নেপোলিয়ন যুগের প্রতীক যেমন ঈগল এবং ইটালির লোহার মুকুট বসানো।
সন্তানকে এই উপহার দেওয়ার কয়েকদিন পরেই নেপোলিয়ন এক যুদ্ধে পরাজিত হন এবং তারপর তাকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।
াঠানো হয়।
সাদাবির কর্মকর্তারা বলছেন, এই উপহারের মধ্যে নেপোলিয়নের জীবনের ব্যক্তিগত এক ট্র্যাজেডি ফুটে উঠেছে।
সেটা ছিলো ১৮১৪ সালের জানুয়ারি মাস যখন নেপোলিয়ন তার প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে পেয়েছিলেন এবং তারপরই তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। তার কয়েক সপ্তাহ পরেই সম্রাট পরাজিত হন, সিংহাসনচ্যুত হন এবং বাধ্য হন নির্বাসনে যেতে।
তার এক বছর পর ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে ইংরেজদের কাছে তার চূড়ান্ত পরাজয় ঘটে। আটলান্টিকের প্রত্যন্ত একটি দ্বীপ সেন্ট হেলেনাতে তাকে বন্দী করে রাখা হয় যেখানে তিনি ১৮২১ সালের ৫ই মে মৃত্যুবরণ করেন। নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৪ সালে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ ঘোষণা করেন। এক সময়ে এই মহাদেশের বেশিরভাগ অংশই চলে যায় তার দখলে।
তার ছেলে দ্বিতীয় নেপোলিয়ন, যিনি রোমের রাজা হিসেবেও পরিচিত, মারা যান ১৮৩২ সালে, যক্ষ্মা রোগে, মাত্র ২১ বছর বয়সে।
বিবিসি
0 comments:
Post a Comment