WHAT'S NEW?
Loading...

বাংলাদেশকে চিনতেই ভুল হয়েছিল ধোনির!

 


বাংলাদেশের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর ভারতীয় মিডিয়ায় ধোনীকে খানিকটা তুলোধুনো করা হচ্ছে। তার ক্রিকেট বুদ্ধি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমানের প্রশংসাও হচ্ছে বিশ^মিডিয়ায়। টিম লিডার হিসাবে মাশরাফির প্রশংসাও কম হচ্ছে না। খোদ ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে মেলবোর্নের প্রতিশোধ মিরপুরে। কলকাতার এই সময় পত্রিকায় বিশ্লেষনে উঠে এসেছে এমন কথা।


ধোনির ক্রিকেটবুদ্ধি কাজে না এলেও নিজের চালে মাশরাফি সফল৷ ঠিক সময় সাকিবকে এনে ধোনিকে (৫) ফিরিয়ে দেওয়া৷ তার ঠিক আগেই ধোনি ধাক্কা মেরেছেন বাংলাদেশ যাঁকে 'ছোট বাঘ' বলে ডাকে সেই মুস্তাফিজুরকে৷ এত বিদ্রুপের মধ্যে ধোনি শেষ কবে বিশ্বের কোনও মাঠ ছেড়েছেন?


এমনিতে এ দিন ধোনির শরীরটা বিশেষ ভালো নেই৷ একবার মাঠ ছাড়ার জন

ঠ ছাড়ার জন্য কোহলিকে উইকেটকিপিংও করতে হল৷ প্যাড ছাড়া! মজা পেল গ্যালারি৷ ব্যাট হাতে আর মজা দিতে পারলেন কই?


কে চিনতেন বনগাঁ বর্ডারে সীমান্তে সাতক্ষিরার মুস্তাফিজুর রহমনকে? মহেন্দ্র সিং ধোনি বারবার চমক দিতে ভালোবাসেন৷ এ দিন তাঁকেই চমকে দিলেন বছর কুড়ির বাঁ হাতি পেসার মুস্তাফিজুর৷ অভিষেকেই ওয়ান ডে-তেই৷ তাঁকে তৈরি করার নেপথ্যে আবার আমাদের বাংলার রণদেব বসুর হাত৷ যখন বাংলাদেশের বোলিং পরামর্শদাতা ছিলেন, তখন মুস্তাফিজুরের মধ্যে বড় সম্ভাবনাই দেখেছিলেন৷


এপ্রিলে টি-টোয়েন্টি অভিষেকে শাহিদ আফ্রিদি আর মহম্মদ হাফিজকে আউট করে চমকের শুরু৷ তরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট মহল তাঁকে ডাকে 'ছোট বাঘ' বলে৷ রোহিত (৬৩), রাহানে (৯), রায়না (৪০), অশ্বিন (০), এ দিন সেই ছোট বাঘের শিকার৷ একটার পর একটা বিষাক্ত কাটার৷ তাতেও কাটা পড়তে হল টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের৷ ১৯ বছরের তরুণের দৌরাত্ম্যেই ধোনির দর্পচূর্ণ৷ শেষ পর্যন্ত ৫০ রান দিয়ে পাঁচ উইকেট৷


মাঠের ভিতর এই চেনা বাংলাদেশকে চিনতেই বোধহয় ভুল হয়েছিল ধোনির! বোঝেননি বাংলাদেশের তাগিদটা৷ সে জন্যই ভারতের বিরুদ্ধে সেরা ৩০৭ স্কোর তুলে ফেলল বাংলাদেশ৷


 

0 comments:

Post a Comment