WHAT'S NEW?
Loading...

হাঙ্গরের সঙ্গে ডুবুরির মোলাকাত

 


সমুদ্রের তলদেশে ডাইভিং করতে গিয়ে হাঙ্গরের সাথে দেখা হওয়াটা সব ডুবুরির কাছেই একটি কঠিন অভিজ্ঞতা। কিন্তু মেক্সিকোর এক ডুবুরি ব্যাপারটিকে নিয়ে গেছেন এক অন্য রকম উচ্চতায়।


 


বিশালাকার সাদা হাঙ্গরটিকে দেখতে পেয়ে ডুবুরিটি খাঁচা থেকে বের হয়ে এসে তার হাতে হাত মেলান।


মেক্সিকোর সাগর উপকূলে ঘটে যাওয়া এই দুঃসাহসিক ঘটনার পুরোটাই ভিডিও রেকর্ড করেন এক গবেষক দল। তারা জানান, এত বড় হাঙ্গর তারা এর আগে দেখেননি।


 


মেক্সিকোর গোয়াডালিপ দ্বীপটি সাদা হাঙ্গরের আবাসস্থল। কিন্তু কোনটিই ‘ডিপ ব্লু’ নামের ঐ মাদি হাঙ্গর থেকে বড় নয় বলে দাবি করেছে ঐ গবেষক দল।


 


৬ মিটারের বেশ

িটারের বেশি দীর্ঘ ‘ডিপ ব্লু’কে বিশ্বের সবচেয়ে বড় সাদা হাঙ্গর হিসেবে অভিহিত করা হচ্ছে।



 

0 comments:

Post a Comment