চোখ আপনার আত্মার জানালা। আপনার চোখের চিত্রটায় কোনো পরিবর্তন লক্ষ করা যায় কি না, তা লক্ষ রাখুন। যদি কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়, তবে সাথে সাথে সাধারণ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, চোখের মধ্যে দৃশ্যমান হয় আপনার স্বাস্থ্য পরিস্থিতি।
চোখের পাতায় কোমল হলুদ দাগ
le="font-size: 14pt;">যেসব রোগীর মধ্যে এ ধরনের কোলেস্টেরোল-ফিল্ড লেসিয়ন থাকে, তবে সে জেনথেলেসমায় আক্রান্ত হয়েছে বলতে হবে। তাদের হৃদরোগের ঝুঁকি বেশি। ২০১১ সালে ডেনমার্কের একটি সমীক্ষায় ১৩ হাজার রোগীর মধ্যে ৪ শতাংশের এই স্পট বা দাগ ছিল। তাদের ৭০ শতাংশের ধমনী শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এক দশকের মধ্যে দাগছাড়া রোগীদের অন্যদের চেয়ে হৃদরোগ হওয়ার সম্ভাবনা
৫০ শতাংশ বেশি।
আই ব্যাগ ও পাপিনেস
চোখে পরিশ্রান্ত হওয়ার ছাপ ধরা পড়লে মনে করতে হবে দীর্ঘমেয়াদি এলার্জি হওয়ার এটি একটি লাল সঙ্কেত। এটি রক্তকোষকে প্রসারিত করে, যার ফলে এতে ছিদ্র সৃষ্টি হয়। তখন আপনার চোখের নিচের স্পর্শকাতর চামড়ায় পাপিনেস ও কালচে ও ঈষৎ রক্তবর্ণের ফুসকুরি সৃষ্টি করে।
ফোলা চোখ
এটি গ্রেভস ডিজিজ বা কবরের রোগের একটি সাধারণ লক্ষণ। সাধারণত এ রোগ হাইপারথাইরয়েডিজম বা ওভার অ্যাকটিং থাইরয়েড নামে পরিচিত। এ অবস্থার মেডিক্যাল নেম হচ্ছে এক্সপথেলামস। চোখ ফোলা ফোলা দেখার বাইরে তাদের ওজন কমে যেতে দেখা যায়। এরা বিব্রত বোধ করে। এদের হৃদস্পন্দন অনিয়মিত। গ্রেভস ডিজিজের শিকার সাধারণত মহিলারাই বেশি।
ধূসর বলয়
আপনার পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে কর্নিয়ার চার পাশে ধূসর বলয় দেখা গেলে, এটি আপনার জন্য একটি সতর্কবার্তা। এ বলয়কে অভিহিত করা হয় ‘আরকুস সেনিলিস। এটি উচ্চ কোলেস্টেরোল ও ট্রাইগ্লিসারাইডসের লক্ষণ। সেই সাথে হৃদরোগ ও স্ট্রোকের বাড়তি ঝুঁকি। চোখে এই ধূসর বলয় সৃষ্টি হলে চিকিৎসক পরীক্ষা করবেন এলিভেটেড ব্লাড লিপিডস। এ অবস্থা দেখা দেয় ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে।
0 comments:
Post a Comment