WHAT'S NEW?
Loading...

ভ্যাকসিন কি অটিজমের কারণ?

অটিজমের সাথে ভ্যাকসিনের যোগসূত্রতার একটা সম্ভাবনার কথা প্রথম প্রকাশ পায় ১৯৯৮ সালে। তখন এ সম্ভাবনার কথা জানানো হয় চিকিৎসাবিষয়ক সুখ্যাত ও সুপরিচিত জার্নাল ‘লেনসেট’-এ।


লেনসেটে প্রকাশিত লেখায় বলা হয়, লক্ষ করা গেছে ১৫ জন শিশু বিকাশগত সমস্যায় ভুগছে, আর এদের ওপর প্রয়োগ করা হয়েছিল এমএমআর (মিমেলস, মামস ও রুবেলা) ভ্যাকসিন। এদের

কয়েকজন অটিজমের শিকার হয়। এটি কোনো ক্লিনিক্যাল স্টাডি তথা চিকিৎসাসংক্রান্ত সমীক্ষা ছিল না। বরং এটি ছিল নিছক একটি সাধারণ রিপোর্ট।


তা সত্ত্বেও বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়। এর ফলে মা-বাবাদের মনে ধারণা জন্মে অটিজমের পেছনে ভ্যাকসিনের ভূমিকা রয়েছে।



ভ্যাকসিন কি অটিজমের কারণ?


সত্যটা কী? তখন থেকে এ বিষয়টি নিয়ে ব্যাপকভিত্তিক অনেক গবেষণা করা হয়। কিন্তু কোনো গবেষণায়ই অটিজমের সাথে ভ্যাকসিনের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। সমীক্ষা চালানো হয়েছে শত শত হাজার হাজার শিশুর ওপর সেখানেও একই ফল দেখা গেছে। ভ্যাকসিনের সাথে অটিজমের কোনো সংশ্লিষ্টতা নেই।


ল্যানসেটে প্রকাশিত রিপোর্টটির সাথে সংশ্লিষ্ট ১২ জন চিকিৎসকের মধ্যে ১০ জন এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন অটিজমের কারণ ভ্যাকসিন নয়। এরা তাই বিষয়টি মেডিক্যাল রেজিস্টার থেকে কেটে বাদ দিয়ে দেন।
অতএব, ভ্যাকসিন থেকে অটিজমের জন্ম হবে এ ধরনের ভয়ের কোনো কারণ নেই। শৈশব সময়ের রোগ-ব্যাধির অন্যান্য কারণ সম্পর্কে সতর্ক থাকাই শ্রেয়।


 

0 comments:

Post a Comment