বলিউডে পাকিস্তানি অভিনেত্রীদের অভিনয় নতুন কোনো ঘটনা নয়। তবে পাক অভিনেত্রীরা খুব কমই স্থায়ীভাবে বলিউডে জায়গা করে নিতে পেরেছেন। এবার সম্ভবত ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। অভিষেকটা বেশ চমকদার হতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। প্রথম ছবিতেই তার বিপরীতে নায়কের ভূমিকায় শাহরুখ খান।
ক
িং খানের আসন্ন ছবি ‘রাইস’ এ নায়িকা হিসেবে অভিনয় করবেন পাক সুন্দরী মাহিরা খান। ইনিংসের শুরুতেই তিনি কিস্তিমাত করতে চলেছেন।
মাহিরার ভাগ্য নিয়ে হিংসা করতেই পারেন টিনসেল টাউনের নায়িকারা। একদিকে শুরুতেই যেমন তার হিরো বলিউড বাদশা, অন্যদিকে, মাহিরার ছবি প্রযোজনা করছে ফারহান আখতার-রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট। পরিচালনায় ‘পারজানিয়া’ খ্যাত রাহুল ঢোলকিয়া।
করাচির বাসিন্দা মাহিরা খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে। শোয়েব মানসুরের বহুল প্রশংসিত সিনেমা ‘বোল’ এ প্রোটোগনিস্টের চরিত্রে ছিলেন তিনি।
মাহিরার স্বামী আলি আসকারি অবশ্য ভারতে বেশ পরিচিত। টেলি ধারাবাহিক ‘হামসফর’র কল্যাণে মাহিরার মুখও অবশ্য ভারতের সোপ অপেরা প্রিয় আমজনতার বেশ চেনা।
শাহরুখ খান এখন ব্যস্ত যশরাজের ব্যানারে তার নতুন ছবি ‘ফ্যান’ এর শ্যুটিং নিয়ে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মুম্বাই ও গুজরাটের প্রত্যন্ত গ্রামে তিনি ‘রাইস’র কাজ শুরু করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
সূত্র: পিটিআই
0 comments:
Post a Comment