WHAT'S NEW?
Loading...

মিশরের সামরিক জান্তার সহযোগী সৌদি আমলাদের বিচারদাবি সৌদি প্রিন্সের

 


 


সৌদি আরবের প্রাক্তন রায়েল কোর্টের প্রধান সহ যেসব আমলা মিশরের সামরিক জান্তার ক্ষমতা দখলের পেছনে সমর্থন দিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনার ডাক দিয়েছেন একজন সৌদি প্রিন্স।


সৌদি প্রিন্স সাউদ বিন সেইফ আল-নাসির এক টুইটার বার্তায় প্রাক্তন রয়্যাল কোর্টের প্রধান খ

ালেদ আল তুইজিরি’র নাম উল্লেখ করে তাকে সহ সবাইকে বিচারের আওতায় আনার কথা বলেছেন বলে ইখওয়ান অনলাইন ডট কম গত শুক্রবার দাবী করেছে।


সিরিজ টুইট বার্তায় বাদশাহ আব্দুল আজিজ আল সউদ এর দৌহিত্র বলেন, রয়্যাল কোর্টের প্রধান খালেদ আল তুইজিরি এবং মিশরের জেনারেলরা মিলে প্রায় বিশ বিলিয়ন ডলার চুরি করে তাদের নিজেদের মধ্য ভাগ বাটোয়ারা করে নিয়েছে।


“বৃষ্টির মতো করে বিলিয়ন ডলার জেনারেলদের মাঝে ছড়িয়ে দেয়ার পরও একটা সমস্যারও সমাধান হয়নি বরং মিশরের জনগণ এখনো বিদ্যুত, গ্যাস এবং রুটির জন্য হাহাকার করছে। এটা এখন পরিষ্কার যে, তুইজিরি আর মিশরের জেনারেলরা মিলে সব অর্থ লুটে নিয়েছে।”


তিনি প্রশ্ন করেন ‘ যেসব আমলা সৌদি আর্থের এই অপচয় কেনো করা হল তা তুইজিরি এবং জেনারেলদেরকে কি কারণে জিজ্ঞাসা করা হচ্ছে না”। “মিশরে দেয়া এই অর্থ কি ঋণ, নাকি উপহার নাকি সাহায্য সেটা কেউ জানেনা” বলে তিনি যোগ করেন।


অতি লাভজনক সুয়েজ খাল প্রকলপের উপর কোনো সম্ভাব্যতা জরিপ হয়নি অথচ দেশের মানুষ এবং মুসলমানদের উপর স্বৈরতন্ত্র কায়েম করতেই যারা এই অর্থ অপচয় করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন এবং বিচারের আওতায় আনার বিষয়ে তিনি জোর দেন।


সূত্র : অারটিএনএন


 

0 comments:

Post a Comment