WHAT'S NEW?
Loading...

বাজে অাম্পায়ারিং এর শিকার বাংলাদেশ

 


বাংলাদেশ কী শেষ পযন্ত বাজে অাম্পায়ারিং এর শিকার হলো? শঙ্কা ছিল আম্পায়ারদের স্বচ্ছতা নিয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের সেই শঙ্কাকে বাস্তবে রুপ দিলেন আম্পায়ারাই। বাংলাদেশের জন্য বিপদ হয়ে ওঠা রোহিত শর্মাকে ৯০ রানেই সাজঘরের পথ দেখানো যেত।


রুবেল হোসেনের বলে ডিপ মিড উইকেটে ক্যাচটা লুফে নিয়েছিল

েন ইমরুল কায়েস। কিন্তু আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ঘোষণা দেন। কারণ কোমরের ওপরের উচ্চতায় বল ছিল। তবে প্রশ্ন বলটা কি আসলেই কোমরের ওপরের উচ্চতায় ছিল? ঠিভি রিপ্লে যা দেখা গেল ততে বলটা কোমরের নিচেই থাকত। রোহিত খানিকটা নিচে নেমে খেলেছেন। বলটা তখন ছিল নিন্মমুখী।


ভাষ্যকার শেন ওয়ার্ন তোবলেই বসলেন, ‘এটা নো বল ছিল না। খুবই বাজে সিদ্ধান্ত।’ ক্রিকেট বিশ্বের অনেক সাবেক তারকাও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইট করছেন। এমনকি ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও টুইট করেছেন, ‘গৌল্ডের সিদ্ধান্তটা একদমই বাজে।


বলটা নিশ্চিতভাবেই কোমরের ওপরে ছিল না। রোহিত সৌভাগ্যক্রমে আরেকটা জীবন পেল। এটাই হযতো আরও ২০টা রান বেশি তুলে দেবে ভারতকে।’এর আগে সুরেশ রাযনাও বেঁচে গেছেন। আর সেটিও আম্পায়ারের বাজে সিদ্বান্তে। অবশ্য এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম। শেষ পযন্ত ভারত ৩০৩ রানের টার্গেট দিয়েছে। রোহিত অাউট হলে স্কােরটি হয়তো অন্যরকম হতো। 


 

0 comments:

Post a Comment