মেহেদী হাসান
সড়কপথে লন্ডন টু যুক্তরাষ্ট্র গমন! শুনতে বিস্ময়কর মনে হলেও এটাই হতে যাচ্ছে ভবিষ্যত পৃথিবীর অনিবার্য বাস্তবতা। সুদূর মার্কিন মুলুকে যেতে হলে আর প্লেনে করে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হবেনা। তাহলে কি করে সম্ভব? বিপুল জলরাশির এসব মহাসাগর কি শুকিয়ে যাবে? না তাও নয়। তাহলে?
তাহলে যা করতে হবে তা হল ১২ হাজার ৪শ মাইল দীর্ঘ একটি রাস্তা নির্মান করতে হবে। রাস্তাটি যুক্তরাজ্য থেকে শুরু হয়ে রাশিয়ার পশ্চিমে অবস্থতি বেরিং প্রণালী হয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে যুক্ত হবে।
ফলে গেটা পৃথবীর অর্ধপৃষ্ঠজুড়ে বিরাজ করবে এ মহসাড়ক এবং এটি হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহাসড়ক বা সুপারহাইওয়ে।
এশিয়া এবং ইরোপের বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে এ সুপারহাইওয়ে।
এ মহাসড়কের পাশ দিয়ে একটি ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে লিঙ্ক, গ্যাস এবং তেলের পাইপলাইনও থাকবে। রাশিয়ার চুকোতকা এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার মধ্যে একটি রেল টানেলও নির্মিত হবে এ প্রকল্পের আওতায়।
রাশিয়ার, বিশেষ করে পূর্বাঞ্চলের রাস্তার অবস্থা খুব একটা ভাল নয় বর্তমানে। এর মধ্যে জোসেফ স্টালিনের সময় রাজনৈতিক বন্দীদের হাড় দিয়ে তৈরি একটি রাস্তাও (রোড অব বোনস) রয়েছে।
0 comments:
Post a Comment