WHAT'S NEW?
Loading...

মোদীর জনসভায় অাসা একহাজার লোক অপহরন

 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন শনিবার সকালে ছত্তিসগড়ে প্রায় এক হাজার গ্রামবাসীকে অপহরণ করার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। গত বছর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম মাও অধ্যুষিত ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আসেন নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে দান্তেওয়াড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চারটি গ্রাম থেকে প্রায় এক হাজার গ্রামবাসীকে মাওবাদীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ছিন্দগড়, তিপানপল, বানাপাড়া ও পাতালাড়া গ্রাম থেকে এঁদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, একসঙ্গে কয়েক'শো মাওবাদী ঢুকেছিল গ্রামে।


আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের সূচনা করতে শনিবার সকালে ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আসেন নরেন্দ্র মোদী। পুলিশ

সূত্রে খবর, এদিন সকালে মোদীর জনসভায় আসার পথে প্রায় ২০০ জনকে মাওবাদীরা অপহরণ করে। জিরাম উপত্যকার তংপালের কাছ থেকে এই গ্রামবাসীদের অপহরণ করা হয়। বছর দুই আগে এখানেই কংগ্রেস নেতাদের নৃশংস ভাবে হত্যা করে মাওবাদীরা।


মোদীর সভা যাতে গ্রামবাসীরা বয়কট করেন, তার জন্য আগেই ফতোয়া দিয়ে হুঁশিয়ার করে দিয়েছিল মাওবাদীরা। এমনকী দান্তেওয়াড়ায় এদিন বনধেরও ডাক দেওয়া হয়।


শুক্রবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রমন সিংযের কুশপুতুল ঝুলিয়ে, এদিনের সভার বিরোধিতা করে মাওবাদীরা।


তবে, এদিনের অপহরণ মোদীর সফরের সঙ্গে সম্পর্কিত নয় বলেই দাবি করেছে ছত্তিসগড় পুলিশ। বস্তার রেঞ্জের আইজি এসআরপি কল্লুড়ি জানান, শুক্রবার রাতে সুকনা গ্রামে প্রায় ৬ জন শ্রমিককে প্রথমে আটকে রাখে মাওবাদীরা।


গ্রামবাসীরা তাঁদের ছাড়াতে গেলে, তাঁদেরও অপহরণ করে মাওবাদীরা। একটি সেতু তৈরির কাজ করছিলেন অপহৃত ওই শ্রমিকরা। মাওবাদীরা সেই কাজে বাধা দেওয়ার জন্যই শ্রমিকদের অপহরণ করে বলে অভিযোগ।



ছত্রিশগড়ের জঙ্গলে মাওবাদীরা


রাজীব গান্ধীর পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী মাও অধ্যুষিত দান্তেওয়াড়ায় এসেছেন। প্রায় ২৪ হাজার কোটি টাকার দুটি প্রকল্পের এদিন উদ্বোধন করবেন মোদী। এর মধ্যে রয়েছে দান্তেওয়াড়ার দিলমিলি গ্রামে একটি স্টিল প্লান্ট ও রাওঘাট থেকে জগদ

লপুর পর্যন্ত ১৪০ কিলোমিটার রেললাইন।


এদিকে ছত্তিসগড়ের পুলিশকর্তা গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়ার খবর 'মিডিয়ার বানানো' বলে উড়িয়ে দিতে চাইলেও, দিনের শেষে মুখ্যমন্ত্রী রমন সিং খবরের সত্যতা স্বীকার করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিসগড় থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার পর রমন সিং খবরের সত্যতা স্বীকার করে জানান, সুকমা জেলা থেকে ২০০ জন গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়েছে গ্রামবাসীরা। সেই গ্রামবাসীদের উদ্ধার করতে সরকারের তরফে পাঁচ-ছজন মাওবাদীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন বলে খবর।


এদিন দুপুরে বস্তারের আইজি কল্লুরি সংবাদমাধ্যমকে জানান, অপহরণের গল্প মিডিয়ার বানানো। তাঁর দাবি ছিল, ৫-৬ জনকে তুলে নিয়ে গিয়েছে মাওবাদীরা। তাঁরা সবাই ঠিকা শ্রমিক।


কী ভাবে তাঁদের ছাড়িয়ে আনা যায়, আমরা তার চেষ্টা চালাচ্ছি। কথাবার্তা চলছে। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকও অপহরণের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। 


সূত্র : এই সময়


 

0 comments:

Post a Comment