আমেরিকার সাম্প্রতিক চূড়ান্ত গোপনীয় সামরিক পরিকল্পনা নিয়ে চড়ছে উত্তেজনা আর জল্পনার পারদ। কেউ বলছেন, পৃথিবীর উপরে বিশালাকৃতির উল্কাপিণ্ড আছড়ে পড়ার সম্ভাবনা আঁচ করেই এই সামরিক সজ্জা। আবার কারও মতে, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।
আগামী ২২-২৮ সেপ্টেম্বর না কি ধ্বংস হবে পৃথিবী। মহাকাশ থেকে নীল গ্রহের দিকে ধেয়ে আসছে বিশাল উল্কাপিণ্ড, যা আছড়ে পড়ার মুহূর্ত থেকে শুরু হবে মহাপ্রলয়, তছনছ হবে জনজীবন। এমন এক জল্পনা নিয়ে ইদানীং ইন্টারনেটের দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সেই সঙ্গে মার্কিন সেনার সাম্প্রতিক তত্পরতা সেই গুজব আরও উস্কে দিয়েছে।
আগামী ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর মার্কিন সেনাবাহিনীর ৪টি এলিট শাখার সম্মিলিত বিশেষ প্রশিক্ষণ শিবির Jade Helm 15 চালু হতে চলেছে।
আমেরিকার টেক্সাস, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, উটাহ ও কলোরাডো রাজ্য জুড়ে চলবে সেনা মহড়া। অংশগ্রহণ করবে মোট ১২০০টি বাহিনী। মহড়ার বিশাল আয়োজনের খবরে চোখ কপালে উঠেছে মার্কিন তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। সেই সঙ্গে প্রমাদ গুনছেন ওই ৫ রাজ্যের বাসিন্দারা।
কী কারণে চড়ছে শঙ্কার পারদ?
সেনা মহড়ায় গ্রিন বেরে, বিমানসেনা, পদাতিক বাহিনী ছাড়াও থাকছে নেভি সিলস বাহিনী। মহড়ায় দেখা যাবে মার্কিন সেনার অতি শক্তিশালী সাঁজোয়া গাড়ি হামভি এবং জলেও সক্রিয় ওয়াটার বাফেলো ট্যাঙ্ক। শুধুমাত্র কুচকাওয়াজের জন্য এই রাজসূয় যজ্ঞের কী প্রয়োজনীয়তা, তাই নিয়ে চিন্তায় আমেরিকার আম আদমি। রাজনৈতিক মহলের ধারণা, প্রশিক্ষণ শিবিরের মোড়কে সুকৌশলে বিশেষ সেনা অপারেশন চালাতে চায় হোয়াইটহাউস।
মনে করা হচ্ছে, সেনা মহড়ার মাধ্যমে শহরের রাস্তায় সৈন্য সমাবেশের দৃশ্যে জনগণকে অভ্যস্ত করাতে চাইছে প্রশাসন। ভবিষ্যতে কোনও সামরিক আগ্রাসন ঘটলে নাগরিকরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্যই এই আয়োজন। আবার কোনও কোনও গণমাধ্যমের বিশ্লেষণ, সাধারণের কাছে গচ্ছিত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার উদ্দেশেই বিপুল সেনা সমাবেশের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া রয়েছে চিনা সেনাবাহিনীর হানা দেওয়ার তত্ত্ব এবং সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের আশঙ্কা।
এর পাশাপাশি চালু রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক বিশ্লেষণ। গত কয়েক সপ্তাহ জুড়ে ইন্টারনেটের বিভিন্ন পোস্ট অনুসারে, মহাকাশের আগন্তুকের মহড়া নিতেই বিশাল সেনা সমাবেশ তৈরি করা হচ্ছে। নাসা-র তামাম প্রচার সত্ত্বেও পৃথিবীর বুকে দৈত্যাকৃতি উল্কাখণ্ডের আছড়ে পড়ার সম্ভাবনা নিয়ে শোরগোলে মেতেছে নেট দুনিয়া। জল্পনা, ভবিষ্যত্ মহাপ্রলয়ের জেরে দেশজুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতার কথা আশঙ্কা করে আগে থাকতেই নাকি ব্যবস্থা নিতে চলেছে মার্কিন প্রশাসন।
0 comments:
Post a Comment