চিনের জেজিয়াং প্রদেশের শেঙসান দ্বীপ। যে দিকে তাকাবেন সবুজ, সবুজ আর সবুজ। সেখানকার ঘরবাড়ি আঙুর গাছে ঢাকা। তবে সেখানে ঘর আছে মানুষ নেই বললেই চলে। সময় যেন থমকে গেছে। কান পাতলে হয়ত শোনা যাবে দ্রাক্ষালতার মধুর গুঞ্জন।
শেঙসান দ্বীপের এই পরিত্যক্ত গ্রাম ছিল সেখানকার স্থানীয় জেলেদের। কিন্তু সেই গ্রামে থেকে জীবিকা নির্বাহ করা তাদের কাছে দুস্কর। তাই কাজ খুঁজতে গ্রাম ছেড়ে চলে যেতে হয় শহরে।
কিন্তু অনেক পরিবার ফিরে আর আসেনা তাদের ভিটেমাটিতে। এইভাবে একের পর এক বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে।
0 comments:
Post a Comment