নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সেবায় আমরা প্রতিনিয়ত বদলে যাচ্ছি। চলতি বছরজুড়ে বাজার মাত করেছে নানা রকম প্রযুক্তি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন প্রযুক্তিপণ্য আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। ২০১৪ সালে উদ্ভাবিত এমন সম্ভাবনাময় প্রযুক্তিপণ্যের বিস্তারিত নিয়ে লিখেছেন নাজমুল হোসেন
চলতি
বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছর অ্যাপলের স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোনের বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে আনার পাশাপাশি মোবাইলফোনে লেনদেনের জন্য ‘অ্যাপল পে’ নামে একটা সেবাও চালু করেছে অ্যাপল ইনকরপোরেশন। সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করেন।
১.অ্যাপল ওয়াচ
চলতি বছর আইপ্যাডের পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যাপলের প্রথম নতুন পণ্য। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টঘড়ি ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হয়েছে। ‘অ্যাপল ওয়াচ’-এর দাম ২৫০ মার্কিন ডলার। অ্যাপলের স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে এবং আইফোনের সাথে যুক্ত থাকবে। বাজারে ইতোমধ্যেই বেশ কিছু স্মার্টঘড়ি থাকার পরও অ্যাপল এই স্মার্টঘড়ি বাজারে ছাড়ছে। আর এ নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপলের ইতিহাসই হলো একটা প্রযুক্তির ক্ষেত্রে তুলনামূলকভাবে দেরিতে প্রবেশ করে পরে সেই ক্ষেত্রটার গতিপথই পাল্টে দেয়া।
২.উইন্ডোজ ১০
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’-এর ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এবার উইন্ডোজ ৯ আনতে পারে মাইক্রোসফট। কিন্তু উইন্ডোজ ৯ না এনে মাইক্রোসফট সরাসরি ‘উইন্ডোজ ১০’-এর ঘোষণা দিলো।
৩.আইফোন ৬
১৯ সেপ্টেম্বর থেকে বাজারে এসেছে উন্নততর স্ক্রিন রেজুলেশনসহ আইফোনের বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’। ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধাসহ আইফোনের এই দুটো নতুন মডেল দিয়ে হয়তো অ্যাপল ক্রেতাদের অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা ঠেকানোর চেষ্টা করছে।
৪.ফোল্ডস্কোপ
চলতি বছরের মার্চে স্ট্যানফোরডের বায়োপ্রকৌশলী মানু প্রকাশ উদ্ভাবন করেন ১ ডলারেরও কম দামের অভিনব মাইক্রোস্কোপ ‘ফোল্ডস্কোপ’। কয়েক স্তরে সাজানো কাগজের কাঠামোতে মাইক্রো-লেন্স জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে ফোল্ডস্কোপটি। যেকোনো বস্তু দুই হাজার গুণ পর্যন্ত বড় করে দেখাতে সক্ষম ফ্লোডস্কোপ।
খরচ কম হওয়ায় শিশুরাও এটি ব্যবহার করতে পারবে। দুর্গম অঞ্চলের গবেষণায় বিজ্ঞানীদেরও কাজে আসবে ফ্লোডস্কোপ।
৫.রোবট
শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের টহল অফিসার হিসেবে কাজ করার সুবিধার্থে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিসকভারি ল্যাবে একদল শিক্ষার্থী তৈরি করেছে প্রোটোটাইপ রোবট ‘টেলিবট’। এটি ছয় ফুট লম্বা, ওজন ৭৫ পাউন্ড। টেলিবটকে নিয়ন্ত্রণ করার জন্য একজনকে একটি ওকুলাস রিফট হেডসেট, মোশন ট্র্যাকিং পোশাক, বাহুবন্ধনী এবং এক জোড়া মোশন সেন্সর গ্লাভ ব্যবহার করতে হয়।
৭.হিয়ারিং এইড
চলতি বছরের ফেব্র“য়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আন্তর্জাতিক বাজারের জন্য উন্মুক্ত করা হয় ‘হিয়ারিং এইড’ ডিভাইসটি। এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযুক্ত থাকে। এর ফলে স্মার্টফোন থেকেই এই হিয়ারিং এইডের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারেন ব্যবহারকারী। আইফোনের জন্য তৈরি করা নতুন ‘হিয়ারিং এইড’ হলো রিসাউন্ডলিনক্স। অন্যদের সামনে হাত কানের কাছে নিয়ে ইয়ারফোন নিয়ন্ত্রণের ব্যাপারটি কারো অস্বস্তির কারণ হলে এই ডিভাইস তার জন্য সমাধান। স্থানভেদে আলাদা ভলিউম সেটিং ঠিক করার ফিচারও রয়েছে এই ডিভাইসটিতে।
৬.হুইলচেয়ার
‘ইনটেল কলাবরেটর’ প্রোগ্রামের অংশ হিসেবে একটি হুইলচেয়ার উদ্ভাবন করেছেন প্রতিষ্ঠানটির একদল প্রকৌশলী, যা ব্যবহারকারীর হৃৎপিণ্ডের গতি, শরীরের তাপমাত্রা এবং রক্তচাপ মনিটর করতে সক্ষম। চলতি বছরের সেপ্টেম্বরে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ইনটেলের বার্ষিক উন্নয়ন সম্মেলনে এই প্রকল্পটি সবার সামনে উন্মোচন করেছেন।
৭.ক্যামেরা
উন্নত রেজুলেশনের এ ক্যামেরা স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ব্লুটুথের মাধ্যমে এটি স্মার্টফোনের সাথে যুক্ত থাকবে। আগের সংস্করণগুলোর চেয়ে গোপ্রোর নতুন এ সংস্করণের ব্যাটারির মানও অনেক ভালো।
ডিভাইসটির দাম ৬৭৯ ডলার।
৮. ড্রোন
ড্রোন প্রযুক্তি এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। যুদ্ধসহ পণ্য সরবরাহের মতো কাজেও ব্যবহার হচ্ছে চালকবিহীন বিমান নামে অধিক খ্যাত এ যান। পণ্য সরবরাহের দক্ষতাসম্পন্ন ড্রোন ডিজেআই ফ্যানটম টু ভিশন প্লাস বাজারে নতুন এসেছে। এর দাম এক হাজার ৩৫৯ ডলার।
৯.সোলার প্যানেলের রাস্তা
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের আইডাহোভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘সোলার রোডওয়েজ’ প্রোটোটাইপ রাস্তা নির্মাণ করেছে। এতে রাস্তার ওপর বিশেষ ধরনের সহনশীল কাঁচের স্তর ফটোভল্টিক সেল ব্যবহার করা হয়েছে। সৌরশক্তি আর রাস্তার উত্তাপ হ্রাস-বৃদ্ধি থেকে শক্তি সংগ্রহ করতে পারবে এই প্যানেল। রাতের বেলা এই রাস্তায় এলইডি বাতি জ্বলবে। ২০০৯ সালে শুরু হওয়া সোলার রাস্তা নির্মাণ প্রকল্পটি চলতি বছর একটি পার্কিং লটে দ্বিতীয় প্রোটোটাইপ নির্মাণের কাজ শেষ করেছে।
১০.চোখের পরীক্ষায় স্মার্টফোন
চোখে প্রতিস্থাপন করা ছোট একটি ডিভাইসের মাধ্যমে গ্লুকোমা মনিটর করার উপযোগী এক সেন্সর বানিয়েছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। স্মার্টফোনের সাথে ব্যবহার করা সম্ভব এই প্রযুক্তি। অন্ধত্ব প্রতিরোধে ব্যবহার করা সম্ভব এই সেন্সর। বর্তমানে ছোট প্রাণীর ওপর এই প্রযুক্তি পরীক্ষা করে সফল হয়েছেন বিজ্ঞানীরা। মানব শরীরে কার্যকারিতা নিয়ে পরীক্ষা চলছে।
১১.ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি
চলতি বছরের ফেব্র“য়ারিতে ভোডাফোন ফাউন্ডেশন উন্মোচন করে ব্যাকপ্যাকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বহনযোগ্য মোবাইল নেটওয়ার্ক ডিভাইস ‘ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি’। এর ওজন মাত্র ২৫ পাউন্ড। ডিভাইসটি নেটওয়ার্ক সংযোগ স্থাপনে সময় নেয় ১০ মিনিট, যা দুর্যোগ মোকাবেলাকারীদের কাজে আসবে। ‘ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি’ একই সাথে ১০০ মিটার দূরত্বের মধ্যে পাঁচটি ফোন কল ও এসএমএস করা যায়।
১২.সোলার প্যানেলের রাস্তা
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের আইডাহোভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘সোলার রোডওয়েজ’ প্রোটোটাইপ রাস্তা নির্মাণ করেছে। এতে রাস্তার ওপর বিশেষ ধরনের সহনশীল কাঁচের স্তর ফটোভল্টিক সেল ব্যবহার করা হয়েছে। সৌরশক্তি আর রাস্তার উত্তাপ হ্রাস-বৃদ্ধি থেকে শক্তি সংগ্রহ করতে পারবে এই প্যানেল। রাতের বেলা এই রাস্তায় এলইডি বাতি জ্বলবে। ২০০৯ সালে শুরু হওয়া সোলার রাস্তা নির্মাণ প্রকল্পটি চলতি বছর একটি পার্কিং লটে দ্বিতীয় প্রোটোটাইপ নির্মাণের কাজ শেষ করেছে।
১৩.ক্ষুদ্র ন্যানোমোটর
টেক্সাসের একদল গবেষক উদ্ভাবন করেছেন লবণের কণার থেকেও ৫০০ ভাগ ছোট একটি ন্যানোমোটর। এটি একটানা ১৫ ঘণ্টা একটি জেট ইঞ্জিনের সমান দ্রুততায় (১৮ হাজার আপিএম) ঘুরতে পারে। আশা করা হচ্ছে অদূরভবিষ্যতে এ ধরনের ন্যানোমিটার ব্যবহার করে মানব শরীরে ক্যান্সার কোষ ধ্বংসকারী ওষুধ সরবরাহ করা সম্ভব হবে।
১৪.রোবটিক বডি সুট
২৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী হুলিয়ানো পিন্টো চলতি বছর অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের প্রথম কিকটি দেন একটি মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবটিক বহিরাবরণ (এক্সোসুট) পরে। এটি তৈরি করেছেন ডিউক ইউনিভার্সিটির প্রফেসর মিগেল নিকোলেলিসের নেতৃত্বে একটি দল। বিজ্ঞানীরা আশা করছেন এ ধরনের মস্তিষ্ক নিয়ন্ত্রিত এক্সোস্কেলেটন ব্যবহার করে অদূরভবিষ্যতে হুইলচেয়ারের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারবেন শারীরিক প্রতিবন্ধীরা।
0 comments:
Post a Comment