WHAT'S NEW?
Loading...

বিশ্বের শীর্ষ অপরাধীর তালিকায় মোদী!

 


জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে গিয়ে কখনও দুনিয়ার শীর্ষ ১০ কুখ্যাত দুষ্কৃতীর খোঁজ করেছেন? হয়তো আপনার প্রয়োজন পড়েনি কখনও। কিন্তু, নেহাত কৌতূহল বশে যদি কখনও 'Top 10 criminals in the world' লিখে সার্চ মারেন, ধাক্কা একটা খাবেন-ই খাবেন, এটা জোর দিয়েই বলা যায়।


কারণ, দুনিয়ার ওই শীর্ষ দুষ্কৃতী তালিকায় আপনি যাঁর ছবি দেখবেন, তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দুনিয়ার শীর্ষ দুষ্কৃতীদের তালিকায় দু-নম্বরেই আছে নরেন্দ্র মোদীর ছবি। শুধু তাই নয়, দুষ্কৃতীর প্রথম বারোয় তিন বার আসছে মোদীর ছবি।



গুগলের এই 'ভুল' প্রকাশ্যে আসতেই রে-রে করে উঠেছেন মোদী অনুরাগীরা। টুইটারে সমালোচনার ঝড় বয়ে যায়। দাবি উঠেছে, দ্রুত ওই ছবি সরিয়ে ফেলতে হবে। সেইসঙ্গে অনভিপ্রেত এই ঘটনার জন্য

ঘটনার জন্যে গুগলের তরফে ক্ষমা চাইতে হবে নরেন্দ্র মোদী ও দেশবাসীর কাছ।



 

0 comments:

Post a Comment