WHAT'S NEW?
Loading...

সানি লিওনের বিরুদ্ধে মামলা

 


পর্নো ভিডিয়োয় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে এফ অাই অার দায়ের করলেন মুম্বইবাসী এক মহিলা। তাঁর অভিযোগ, পর্নো ভিডিয়োয় ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করছেন এই বলিউড অভিনেত্রী।  পুলিশ অবশ্য জানিয়েছে, এফঅাইঅার হলেও এখনই কোনও পদক্ষেপ করা হবে না। এমনকী সানি লিওনের ওয়েবসাইটিও এক্ষুনি ব্লক করার প্রশ্ন নেই।


অভিযোগকারিণী অঞ্জলি পালান নিজেকে হিন্দু জনজাগরুতি সমিতির সদস্য হিসেবে উল্লেখ করে জানান, আমি নিজে সানি লিওনের ওয়েবসাইট দেখেছি। পর্নোগ্রাফিতে ঠাঁসা। এটা কখনোই ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী নয়।


শুধু লিওন নয়, যারা জন্মসূত্রে কানাডিয়ান সানি লিওনের এই অশ্লীল ভিডিয়ো আপলোড করেছে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করার কথা জানান। থানের রামনগর পুলিশ স্টেশনে সানি ল

শনে সানি লিওন ছাড়াও বেশ কয়েক অভিনেতা জনের নামে এফঅাইঅার হয়েছে।


রামনগর থানার সিনিয়র ইনস্পেক্টর সুনীল শিবারকর জানান, মহিলার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। আমরাও ওয়েবসাইটটি দেখেছি। আপত্তিজনক ভিডিয়ো রয়েছে।


ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯২এ, ২৯৪ এবং আইটি আইনের ৬৭ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার ভিভি লক্ষ্মীনারায়ণ জানিয়েছেন, এই ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। অথবা ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। অথবা, একইসঙ্গে দুটোই। তিনি জানান, অভিযোগ, লোকাল থানার সাইবার সেলে পাঠানো হয়েছে। তারাই তদন্ত করবে।


সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার জানান, 'যে কেউ-ই মামলা করতে পারেন। আমি অনলাইনেই মামলা হয়েছে বলে জেনেছি। আমাদের আইনজীবী রয়েছেন। যা করার তিনিই করবেন।'


এই সময়



 

0 comments:

Post a Comment